ঢাকা : শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনসহ চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বৈঠক ডেকেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান এবং অ্যাডভোকেট সৈয়দা।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, চলমান পরিস্থিতি বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, তার চিকিৎসা, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, ভারতের এনআরসিসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।