স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। ৪৯.৫ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড আট উইকেটের বিশাল জয় তুলে নেয়। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে বাংলাদেশ সময় শনিবার (২০ মার্চ) ভোর চারটায় ম্যাচটি শুরু হয়।
নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে জয়ের লক্ষ্যে এবার খেলতে গিয়েছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যর্থতায় আগে ব্যাট করে মাত্র ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দুই উইকেট হারিয়ে মাত্র ২১.২ ওভারেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে টানা ১৪ ম্যাচ হারল বাংলাদেশ। এছাড়া ওয়ানডে সুপার লিগেও এটি টাইগারদের প্রথম পরাজয়।
সবখবর/ আআ