মানিকগঞ্জ: জয় বাংলা স্কোয়াডের সাটুরিয়া উপজেলা শাখার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম শুরু করেছে।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে এ স্প্রে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার মাষ্টার, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি।
এসময় জয় বাংলা স্কোয়াডের মানিকগঞ্জ জেলার সমন্বয়ক শেখ সাইদুর রহমান, উপজেলা সম্বন্নয়ক আরিয়ান রুবেল ছাড়াও জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
সবখবর/ আআ