মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি এলাকায় ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (২৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার ফুকুরহাটি মাদ্রার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন ঐ ইউনিয়নের শাহিপাড়া গ্রামের আব্দুল সামাদের ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা জানান, ফুকুরহাটি এলাকায় রুবেল হোসেনের ট্রাক্টরটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রুবেল ট্রাক্টর থেকে পড়ে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপারকে আটক করা যায়নি। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।