মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের ১৩২ তম শাখা মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উদ্বোধন করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুদ্দীন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের জনসংযোগ এবং ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দিন সিমু, সাটুরিয়া শাখার উপ- ব্যাবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন, মু্ক্তিযোদ্ধা হাসান আলীসহ আরও অনেক। ব্যাংকটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলা আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে।
এসময় প্রায় শতাধিক ব্যবসায়ী, স্থানীয় সংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করে।