মানিকগঞ্জে : মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারীভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
সোমবার বিকাল ৫ টার দিকে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস ২৬ টাকা কেজি দরে কৃষকদের মাঝ থেকে ধান ক্রয় করে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা, সাটুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিকুল আলমসহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
চলতি বছরে সাটুরিয়া উপজেলায় ৩ হাজার ৯শত ২২ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। এর বিপরীতে কৃষকদের তালিকা হতে লটারীর মাধ্যমে ৪৮৭ জন কৃষক নির্বাচন করে ৪৮৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।