মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার অবৈধ ৩টি ইটভাটকে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ।
তিনি জানান, পরিবেশ দূষণ ও অবৈধভাবে গড়ে উঠা ধল্লা ইউনিয়নের আর সি এল ব্রিক্স, চান্দহর ইউনিয়নের মোল্লা ব্রিক্স এবং বলধারা ইউনিয়নের মের্সাস খোলাপাড়া ব্রিক্স নামের অবৈধ তিনটি ইটভাটা ভেঙ্গে ফেলা হয়েছে।
তিনি আরো জানান, ভবিষ্যতে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
সবখবর/ আআ