অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন করার দায়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারের আওলাদ ওয়েল মিলকে সীলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ওই প্রতিষ্ঠান সীলগালা করে দেন।
তিনি জানান, ওই প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন করে তার বাজারজাত করে আসছিল। পরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের মালিক আওলাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানটিকে সীলগালাও করা হয়।
আ/লি