মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে আজ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন। পৌর এলাকার নিউ মার্কেট কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠিত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি সাবেক এমপি সৈয়দ আব্দুল মান্নান।
জাতীয় পার্টির সাবেক সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মো. রাজু, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ ও মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ন খান।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান জহিরুল আলম রুবেল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন খাঁন ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাসান সাঈদ।
সকাল সাড়ে ১০টায় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করে সম্মেলন উদ্বোধন করার পর অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করবেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।
এদিকে সম্মেলনকে সামনে রেখে স্থানীয় জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।