মানিকগঞ্জ : মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সিংগাইর থানার এসআই কফিল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রোববার সকাল ৬ টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৩ ডিসেম্বর কর্তব্যরত অবস্থায় সিংগাইরের ধল্লা এলাকায় ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন।
নিহত কফিল উদ্দিন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঘোটাইল গ্রামের আব্দুল বাছেদের ছেলে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।