মৌলভীবাজার: মৌলভীবাজারে চা বাগানে এক ব্যক্তি তার স্ত্রী, মা ও দুই প্রতিবেশীকে খুন করে নিজে আত্মহত্যা করেছে।
রোববার সকালে উপজেলার বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে এই ঘটনা ঘটে। মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছি। ঘটনাস্থলের ১৫ কিলোমিটারের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক নেই। সেখানে গেলে বিস্তারিত জানাতে পারবো। তবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারাণা তার।
তিনি আরো বলেন, আমি খবর নিয়েছি। সেখান থেকে আমাকে জানানো হয়েছে এক ব্যক্তি তার স্ত্রী, মা ও দুই প্রতিবেশীকে খুন করে নিজে আত্মহত্যা করেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।