খুলনা : সোমবার সকাল ৮টায় খুলনার রূপসা-বাগেরহাট পুরনো সড়কের দেবীপুরে মাহেন্দ্রচাপায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এক মাহেন্দ্র যাত্রী আহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম ইলাইপুর মল্লিকবাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানার গাড়িচালক ছিলেন।
রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, কনস্টেবল নজরুল মোটরসাইকেলে রূপসা থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন।
পথে দেবীপুরে রূপসার দিকে আসা একটি মাহেন্দ্র তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে নজরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল (খুমেক) কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আমজাদ খাঁ নামে এক মাহেন্দ্র যাত্রী আহত হয়েছেন। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
সবখবর/ আওয়াল