হবিগঞ্জ : মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে ১০৪ কেজির বাঘাইড় মাছটি ৬৩ হাজার টাকায় কিনে হবিগঞ্জে নিয়ে আসা হয়।
মাছটি দেখতে হবিগঞ্জ শহরের শিরিষতলা এলাকায় ভিড় জমান উৎসুক জনতা। ১০৪ কেজি ওজনের বাঘাইড় মাছ কেনার পর ২০ জনে মিলে ভাগ করে নিয়েছেন।
হবিগঞ্জ জেলা যুবলীগ কর্মী আব্দুল হাকিম জানান, এত বড় বাঘাইড় মাছ এর আগে আমরা কোনোদিন দেখিনি। আমরা খবর পেয়ে ভৈরবে গিয়ে এটি হবিগঞ্জে নিয়ে আসি। মাছটি আনার পর উৎসুক জনতার ভিড় জমে যায় সেখানে।
তিনি আরও জানান, নরসিংদীর শাহজাহান নামে এক ব্যক্তি মেঘনা নদী থেকে এই বিশাল বাঘাইড় মাছটি শিকার করেন। শাহজাহান মিয়ার শিকার করা আরও একটি বাঘাইড় মাছ আমরা কিনেছি। যার ওজন ৬৩ কেজি এবং দাম ৩১ হাজার টাকা।
সবখবর/ আওয়াল