মানিকগঞ্জ : মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই।
এতে পুড়ে যায় দেলোয়ার মিডিয়া সার্ভিসিং, আসিফ মেডিকেল হল ও মেসার্স কৃষি ট্রেডার্স নামের তিনটি দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায়, ঝিট্কা বাজারের দেলোয়ার মিডিয়া সার্ভিসিং এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও আশেপাশের লোকজন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, ভাইস-চেয়ারম্যান ভিপি আজিম খান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী, গালা ইউপি চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস, ঝিট্কা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সবখবর/ আওয়াল