মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকায় স্বাধীন ব্রিক্স নামের একটি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেল ৫ টার দিকে হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক বিল্লাল হোসেন জানান, লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা করার দায়ে ইটভাটাটি ভেঙ্গে দেওয়া হয়েছে। সেই সাথে ইটভাটার মালিক দেওয়ান কিবরিয়া স্বাধীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেছেন মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক খালেদ হোসেন, পরিদর্শক রুহুল আমিন।