মানিকগঞ্জের হরিরামপুরে অবহেলিত সান্দার সম্প্রদায়ের ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সৌজন্যে ঈদ উপহার হিসেবে পোষাক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ইঞ্জি. মামুন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই মেধাবী শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহেল রানা, ব্র্যাকের উর্ধতন কর্মকর্তা হাসান জামানসহ হরিরামপুর থানার ওসি মিজানুর ইসলাম উপস্থিত ছিলেন।