সাভার : শনিবার সকালে সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ড থেকে হাত-মুখ বাঁধা অজ্ঞাত এক নারীর (২৯) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মরদেহের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়া ফোসকা রয়েছে। তাদের ধারণা,অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করার জন্য বস্তায় ভরে সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা।
পুলিশ আরোও জানায়, ওয়ার্ডের উত্তর জামসিং মহল্লার মৃত রমজান মোল্ল্যার জমির দেয়ালের পাশ থেকে হাত ও মুখ বাঁধা অজ্ঞাত ওই নারীর বস্তাবন্দী মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গতকাল শুক্রবার সাভারের হেমায়েতপুর থেকে একই কায়দায় হাত-পা বাঁধা শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। আবারও এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।