ক্রীড়া ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সিরি’আ লিগে কালিয়ারির বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে নতুন বছর শুরু করেছে জুভেন্টাস।
সোমবার তুরিনে ম্যাচের শুরু থেকে আক্রমণের ধার বজায় রাখলেও গোলের দেখা পাচ্ছিল না মাউরিজিও সারির শিষ্যরা। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যেতে হয় তাদের। দ্বিতীয়ার্ধে দর্শকদের নিরাশ করেননি রোনালদো। ৪৯ মিনিটে কালিয়ারির দুই ডিফেন্ডারের ভুলে বল পেয়ে প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ উইঙ্গার।
৬৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন রোনালদো। এরপর ৮২ মিনিটে ডিয়েগো কস্তার পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন সিআর সেভেন। তার আগে ৮১ মিনিটে রোনালদোর পাস থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন দিবালার বদলি হিসেবে নামা গঞ্জালো হিগুয়েন।
সবখবর/ আআ