স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন দেয়ার সক্ষমতা থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ এক নাম্বারে রয়েছে। আমাদের দেশেই ভ্যাকসিনের সঠিক ব্যবহার হয়েছে। যে কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব চেয়ে বেশি ভ্যাকসিন প্রদান করেছে। যার মূল্য হবে ২০ হাজার কোটি টাকারও বেশি। যা আমরা বিনামূল্যে পেয়েছি।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলাবাসীর সাথে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। দেশের ১৭ কোটি মানুষের মধ্যেও ৭৫% লোককে টিকা দেওয়া হয়েছে। সে কারণে আজ আমাদের দেশ ভালো আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আজ দেশের মানুষ আত্মীয় স্বজনদের সাথে বাসে ট্রেনে লঞ্চে স্বাচ্ছন্দে ভাবে ঈদ করতে বাড়ি যেতে পেরেছেন। ঈদের মাঠে সবাই মিলে একসাথে নামাজ পড়তে পেরেছে। আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়াতে পারছেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো: রমজান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ আওয়ামী-লীগের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আ/লি